নানা প্রতিবন্ধকতায় থমকে যাচ্ছে ব্যবসা, দাবি উদ্যোক্তাদের
করোনা মহামারির মধ্যেও নতুন নতুন ব্যবসার উদ্যোগ নিচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। তবে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে পণ্য ডেলিভারিসহ নানা পর্যায়ে প্রতিবন্ধকতার শিকার হতে হচ্ছে তাদের। রাজধানীতে হওয়া এক প্রদর্শনীতে এ কথা তুলে ধরেন উদ্যোক্তারা।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে রেস্তোরাঁয় একদিনের উদ্যোক্তা সম্মেলনে দেখা যায়, পোশাক, ঘর সাজানোর পণ্য, মাটির তৈজসপত্র থেকে শুরু করে হরেক রকম পণ্যের পসরা সাজিয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা উদ্যোক্তারা।
এক নারী উদ্যোক্তা জানান, আমি দুই মেয়েকে নিয়ে আসছি। কারণ এখানে সবকিছু দেখে, ভবিষ্যতে যেন ওরা কিছু নিজ উদ্যোগে করতে পারে।
চাকরি খোঁজার প্রবণতা থেকে সরে এসে স্বাধীনভাবে নিজের স্বপ্ন ও উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়া এই উদ্যোক্তাদের মুখোমুখি হতে হয় নানা প্রতিকূলতার।
আরেক উদ্যোক্তা জানান, নামিদামি কুরিয়ার কোম্পানিগুলোতে মাধ্যমে পণ্য ডেলিভারি দিলে চার্জ অনেক বেশি নিচ্ছে। তাই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কম চার্জে পণ্য ডেলিভারির সুযোগ তৈরি করতে হবে।
স্থানীয় বাজারে নানা পণ্যের জোগান দেওয়া এসব উদ্যোক্তা সঠিক দিকনির্দেশনায় যুক্ত হতে চান রফতানি বাজারের সঙ্গেও।